India-China | 'নিয়ন্ত্রণ রেখায় বজায় রয়েছে শান্তি', অতীতের তিক্ততা ভুলে চিনকে স্থিতিশীল সম্পর্ক তৈরির বার্তা ভারতের!
Tuesday, August 19 2025, 3:39 pm

আজ চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীল সম্পর্ক তৈরি করার বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
কমছে ভারত ও চিনের মধ্যে তিক্ততা। চলতি মাসেই চিনে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তার আগে ভারত সফরে এসেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। আজ চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীল সম্পর্ক তৈরি করার বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি জানিয়েছেন, গত ৯ মাস ধরে, ভারত এবং চিনের মধ্যে থাকা, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি এবং স্থিতিশীলতা বিরাজ করছে। সূত্রের খবর, এই বৈঠকে, গত ডিসেম্বরে চিনে হওয়া ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ সভার কথাও উল্লেখ করেন অজিত ডোভাল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- চিন
- চীন