Ahmedabad plane crash | ইঞ্জিনের গাফিলতি প্রকাশ্যে আসতেই চুপ এয়ার ইন্ডিয়া, ‘তদন্ত এখনও চলছে...’, দাবি সংস্থার

প্রাথমিক রিপোর্ট নিয়ে কোনো বিবৃতি দিতে অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া।
১২ই জুন আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭০ জন। দুর্ঘটনার এক মাসের মাথায় ১৫ পাতার রিপোর্ট পেশ করলো ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। রিপোর্টে বলা হয়েছে ফুয়েল ইঞ্জিন ফেলিওর এর ফলেই ঘটেছিল দুঘটনা। প্রাথমিক রিপোর্ট নিয়ে কোনো বিবৃতি দিতে অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থা জানিয়েছে, 'তদন্ত এখনও জারি আছে। তাই আমরা নির্দিষ্ট কোনও বিষয় সম্পর্কে মন্তব্য করতে পারছি না এবং তদন্ত সংক্রান্ত যে কোনও প্রশ্নের ক্ষেত্রে এএআইবিকে যোগাযোগ করার আবেদন জানাচ্ছি।'