Mahakumbh | মহাকুম্ভের ভিড় সামলাতে দেশের ৬০টি স্টেশনে AI প্রযুক্তি! অভিনব পদক্ষেপ নিচ্ছে রেল কর্তৃপক্ষ!

৬০টি স্টেশনের একটি তালিকা তৈরি করে সেখানে ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার AI প্রযুক্তি ব্যবহার করবে রেল।
মহাকুম্ভগামী ট্রেনে উঠতে গিয়ে দিল্লিতে পদপিষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। এই ঘটনা যাতে আর না ঘটে সেই নিয়ে বিশেষ পদক্ষেপ নিচ্ছে রেল কর্তৃপক্ষ। দেশের মোট ৬০টি স্টেশনের একটি তালিকা তৈরি করে সেখানে ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার AI প্রযুক্তি ব্যবহার করবে রেল। রেল মন্ত্রক সূত্রে খবর, স্টেশনে ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে রেল মন্ত্রক তৈরি করবে বিশেষ ‘হোল্ডিং জ়োন’। দড়ি, ব্যারিকেড দিয়ে তৈরি এই হোল্ডিং জ়োনের মধ্যে দিয়েই ট্রেন যাত্রীদের নিয়ে যাওয়া হবে। বিভিন্ন রং দিয়ে ‘এনক্লোজ়ার’ থাকবে।
- Related topics -
- দেশ
- ভারত
- মহাকুম্ভ
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স