HMPV | গুজরাট,তামিলনাড়ু, কর্নাটকের পর মহারাষ্ট্রেও ছড়িয়ে পড়লো HMPV! কতজন আক্রন্ত পশ্চিমবঙ্গে?

Tuesday, January 7 2025, 11:40 am
highlightKey Highlights

নাগপুরে HMPV আক্রান্ত ৭ ও ১৪ বছরের দুই শিশু। গত ৩ জানুয়ারি জ্বর, সর্দি কাশি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের।


এবার মহারাষ্ট্রেও ছড়িয়ে পড়লো HMPV। নাগপুরে HMPV আক্রান্ত ৭ ও ১৪ বছরের দুই শিশু। গত ৩ জানুয়ারি জ্বর, সর্দি কাশি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। সেখানেই নমুনা সংগ্রহের পর দু’জনের মধ্যেই এই চিনা ভাইরাস সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে। অন্যদিকে, HMPV আক্রান্তের হদিশ মিলেছে গুজরাট,তামিলনাড়ু, কর্নাটকেও। তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনও HMPV আক্রান্তের হদিশ মেলেনি বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File