R G Kar | ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের, বন্যা কবলিত এলাকায় বিশেষ ক্লিনিক চালু করারও পরিকল্পনা
বন্যা পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের ধর্না প্রত্যাহারের সম্ভাবনা দেখা দিয়েছে, শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন তারা।
আগামী শনিবার থেকে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন। তবে অনিকেত মাহাতো বলেন,‘ন্যায়বিচারের দাবিতে আমাদের লড়াই শেষ হয়নি।’ শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্ণা প্রত্যাহার করতে পারেন জুনিয়র চিকিৎসকেরা। আজ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানান, বন্যা কবলিত এলাকায় ক্লিনিক করবেন তারা। উল্লেখ্য, বুধবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। ফের ১৫ দফা দাবিও দেওয়া হয়। তার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মেনে নেওয়া হয় ১০ দফা দাবি।