১৯ বছর পর গুজরাট পুলিশের তৎপরতায় গ্রেফতার হল গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত

Tuesday, February 16 2021, 8:21 am
১৯ বছর পর গুজরাট পুলিশের তৎপরতায় গ্রেফতার হল গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত
highlightKey Highlights

তারিখটা ছিল ২৭শে ফেব্রুয়ারী, ২০০২; সরবমতী এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল,ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়। তখন ১৫০০ জনের FIR দায়ের করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গুজরাট পুলিশ ১৯ বছর আগে ঘটে যাওয়া গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত রফিক হুসেন ভাটুককে গ্রেফতার করার জন্য জাল ছড়িয়ে রেখেছিলেন। সেই জালে ধরা দিল মূল অভিযুক্ত রফিককে। ১৯ বছর ধরে ভুয়ো পরিচয়ে দিনমজুরের কাজ করতেন, যাযাবরের মতন জীবন কাটিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File