শীঘ্রই আফগানিস্তানে সরকার গঠন তালিবানের, আমন্ত্রণ তালিকায় কি বাদ রয়েছে ভারত?
Monday, September 6 2021, 12:33 pm
Key Highlights
আফগানিস্তানে তালিবানের সরকার গঠনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। পঞ্জশির দখলের দাবি করার পরেই নতুন সরকার গঠনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তালিবানের প্রধান মুখপাত্র জবিরুল্লা মুজাহিদ জানিয়েছেন এই অনুষ্ঠানে পাকিস্তান, চিন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও পর্যন্ত তালিবানের সেই আমন্ত্রণ তালিকায় ভারতের নাম পাওয়া যায়নি। যদিও কিছু দিন আগেই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান বলে তালিবান সরকারের সম্ভাব্য বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন। ভারত এখনও পর্যন্ত তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তালিবান নয়াদিল্লিকে সেই অবস্থান বদলের আর্জিও জানিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- তালিবান
- সরকার গঠন
- ভারত