Adani | আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা আদানি সংস্থার, আনা হচ্ছে না ৬০০ মিলিয়ন ডলারের বন্ড

Thursday, November 21 2024, 8:07 am
Adani | আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা আদানি সংস্থার, আনা হচ্ছে না  ৬০০ মিলিয়ন ডলারের বন্ড
highlightKey Highlights

বিবৃতিতে বলা হয়েছে, 'সাবসিডিয়ারিগুলি বর্তমানে প্রস্তাবিত মার্কিন ডলার ডিনোমিনেটেড বন্ড অফারগুলির বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে


আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর সামনে আসতেই বিবৃতি জারি করলো আদানি গ্রিন। তাতে বলা হয়েছে, 'সাবসিডিয়ারিগুলি বর্তমানে প্রস্তাবিত মার্কিন ডলার ডিনোমিনেটেড বন্ড অফারগুলির বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' অর্থাৎ আদানি সংস্থার যে ৬০০ মিলিয়ন ডলারের বন্ড বাজারে আনার কথা ছিল, সেই বন্ড এখন আর আনবে না আদানি। প্রঙ্গত, ভারতীয় আধিকারিকদের ঘুষের প্রস্তাব দিয়ে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করার অভিযোগ দায়ের হয়েছে গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File