সাতপাকে বাঁধা পড়লেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক

Monday, May 30 2022, 8:20 am
highlightKey Highlights

যাবতীয় হিন্দু রীতি মেনে গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ তিতাস ভৌমিক।


টেলি পাড়ায় এখন বিয়ের মরসুম। সম্প্রতি অভিনেতা হৃতজিৎ চট্টোপাধ্যায় নিজের বহু দিনের প্রেমিকা অর্পিতা তিওয়ারির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবারে সামনে এলো অভিনেত্রী তিতাস ভৌমিকের বিয়ের ছবি। 

বিয়ের পিঁড়িতে বসলেন স্নেহাশীষ-তিতাস, বিবাহ-বিচ্ছেদের পর ফের নতুন জীবনের পথে অভিনেত্রী তিতাস

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি শেয়ার করে তাঁর জীবনের এই অন্যতম সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বিয়ের দিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। লাল বেনারসি না থাকলেও তাঁর হাতে শাঁখা-পলা ছিল। পাশাপাশি গলায় ছিল অর্কিডের মালা এবং স্নেহাশীষের পরনে ছিল শেরওয়ানি। নায়িকার মুখের বাঁধভাঙা হাসি বুঝিয়ে দিচ্ছে নতুন জীবনে তিনি কতটা সুখী।

নিজেদের বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী তিতাস লিখেছেন “কখনো-সখনো ভালোবাসা আমাদের কাছে পৌঁছানোর রাস্তা বেছে নেয় ঠিক সেই সময় যখন আমরা এর থেকে সমস্ত প্রত্যাশা হারিয়ে ফেলি। আমরা আশীর্বাদধন্য যে এই বৈশ্বিক ষড়যন্ত্র আমাদের এক করে দিল এবং পথ দেখাল”।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File