Disha Patani | অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে হামলার দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডি ব্রার-রোহিত গোদারার

হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি। যার জেরে এই হামলা বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলিতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি চালায় কিছু অজ্ঞাতপরিচয় আততায়ী। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। অভিযুক্তদের দাবি, দিশার বোন খুশবু পাটানি সন্ত প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে কটু মন্তব্য করেছিলেন। তার জেরে এই হামলা চালানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, "ভবিষ্যতে যদি কেউ ধর্ম বা সাধু-সন্তদের বিরুদ্ধে মন্তব্য করেন, তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।"