West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!

Monday, April 29 2024, 6:31 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। আর এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ৫ এবং ৬ মে। তবে তাপমাত্রা সেই অর্থে নিম্নমুখী হবে না দক্ষিণবঙ্গে।


১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলেছে বঙ্গে। তবে সব রেকর্ড ভেঙে গিয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৪ এ। চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফা তাপ্রবাহের স্পেল চলল বঙ্গে। তীব্র গরম ও তাপপ্রবাহে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) পরিবর্তন হবে, কবে বৃষ্টি হবে সেই প্রশ্ন সকলের মুখে। এবার অবশেষে বৃষ্টির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী জানা গিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। যদিও মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আর গরম বাড়ার সম্ভাবনা নেই।

আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

কবে কোথায় হবে বৃষ্টিপাত?

আপাতত ১ মে পর্যন্ত কলকাতায় স্বস্তির বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ৫ মে থেকে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। কিন্তু, তার জন্যও প্রায় ছয় দিনের অপেক্ষা করতে হবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। আর এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ৫ এবং ৬ মে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা আবহাওয়াবিদরা করতে চায়ছেন না। সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তবে তার কোনও প্রভাবই পড়বে না তাপপ্রবাহের মাত্রায়।  গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাচ্ছে না তাপপ্রবাহ থেকে। অন্যদিকে, ৩০সে এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিন ১ জুন এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার। তবে এই বৃষ্টি বিক্ষিপ্ত। গোটা জেলা জুড়েও নয়। খুব বেশিক্ষন বৃষ্টির সম্ভাবনাও নেই। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়া।

 রবিবার হাওয়া অফিস জানায়, দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু বঙ্গে প্রবেশ করতে শুরু করেছে। তার জেরেই পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) কিছুটা বদল হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে রবিবার থেকে। রিপোর্ট অনুযায়ী, আগামী রবি, সোম এবং মঙ্গলে কালবৈশাখী হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। যদিও তাতে তাপমাত্রা সেই অর্থে নিম্নমুখী হবে না দক্ষিণবঙ্গে। 

৫ এবং ৬ মে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে
৫ এবং ৬ মে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

এপ্রিলে তাপপ্রবাহের রেকর্ড!

১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বঙ্গে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলেছে। ২০২৪ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ। ২০০৯ সালে এপ্রিলে ২ টি তাপপ্রবাহ স্পেল ছিল। ৪ দিন করে মোট ৮ দিন। ফলে ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ। নয়া সপ্তাহের শুরুতেই শহর কলকাতার তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি এবং সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৮১ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ। এদিকে কলকাতার পাশাপাশি আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে লাল সতর্কা জারি থাকবে। বাকি জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা।   

অন্যদিকে, দার্জিলিং এবং কালিম্পঙে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। নীচের দিকের জেলাগুলিতে হতে পারে তাপপ্রবাহ। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পাহাড় সংলগ্ন তিনটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

 ২০২৪ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ
 ২০২৪ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৫ মে থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। যার ফলে কিছুটা কমবে লু এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। এর ফলে বৃষ্টি অনিবার্য। আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, আবহাওয়ার গতিপ্রকৃতি লক্ষ করে তাঁরা দেখেছেন যে, রবিবার দখিনা বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করে আবার উল্টো দিকে ঘুরে যাচ্ছে। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়। তাই সব ঠিক থাকলে রবিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। যা চলবে অন্তত ৬ তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তবে আবহাওয়া দফতর সরকারি ভাবে এখনই বৃষ্টির পূর্বাভাস নিয়ে কোনও ঘোষণা করছে না। তারা আরও কিছু দিন আবহাওয়ার গতিপ্রকৃতির উপর নজর রাখতে চাইছে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File