আবহাওয়া

West Bengal Weather | মাস শেষে বদল পশ্চিমবঙ্গের আবহাওয়ায়! শীতের আমজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

West Bengal Weather | মাস শেষে বদল পশ্চিমবঙ্গের আবহাওয়ায়! শীতের আমজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!
Key Highlights

পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজায় থাকবে শীতও।

জানুয়ারির শেষে ফের পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) পরিবর্তন। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে অব্যাহত রাজ্যে পারদপতন। এক ধাক্কায় কমেছে দুই ডিগ্রি। সকাল থেকেই হালকা কুয়াশা রাজ্যজুড়ে। তবে বেলা বাড়তেই পরিষ্কার আকাশ।


পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ২৮সে জানুয়ারি কলকাতার বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।


হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২৯ তারিখ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলয়িসাস থাকতে পারে। ৩০ তারিখ কিছুটা বেড়ে কলকাতার সর্বনিম্ন পারদ হবে ১৪ ডিগ্রি। এবং মাসের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ১ ফেব্রুয়ারিতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। এরপর ২ এবং ৩ তারিখও শহরের সর্বনিম্ন পারদ ১৭ ডিগ্রির ঘরে থাকতে পারে। এই ক'দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে।


এদিন কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনপুর, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হবে না বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বজায় থাকবে শীতের আমেজ।


তবে ৩১ সে জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। এই দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আহাওয়া দফতর অনুযায়ী, ৩১ ও ১ তারিখে উত্তর ২৪ , দক্ষিণ ২৪ , পূর্ব মেদিনীপুর, কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় সেভাবে বৃষ্টি হবে না বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) থেকে।


অন্যদিকে, ২৮সে জানুয়ারি শুধুমাত্র দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে তুষারপাতও। এছাড়া উত্তরের বাকি সাতটি জেলা কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।এদিকে সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হবে। সেদিন জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে এই দু'দিন।


Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo