আবহাওয়া

West Bengal Weather | কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমলো ২ ডিগ্রি! উইকেন্ডে মনোরম পশ্চিমবঙ্গের আবহাওয়া!

West Bengal Weather | কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমলো ২  ডিগ্রি! উইকেন্ডে মনোরম পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বজায় থাকবে মনোরম আবহাওয়া। উত্তরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।

আবারও কমলো কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে আরও ২ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিস্কার আকাশ। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটের ওপর সপ্তাহান্তে মনোরম থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

 পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, কলকাতায় একধাক্কায় তাপমাত্রা কমেছে প্রায় দু ডিগ্রি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সেই তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে। অন্যদিকে, মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আজ কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তবে শহরে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। জানা গিয়েছে, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত মহানগরীতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যা বৃষ্টি হওয়ার ছিল, তা বুধবারের মধ্যে হয়ে গিয়েছে। এই সপ্তাহান্ত বা নয়া সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়।

আবহাওয়ার আপডেট দেওয়ার সময় আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, যে আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে তাপমাত্রার পারদ। তিনি আরও বলেন, আপাতত তিন-চারদিন কলকাতার পারদ পতনের খুব একটা সম্ভাবনা নেই। কলকাতায় জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। বরং একটা মনোরম শীত থাকবে। তাতে বেশি শীত লাগবে না। আবার বেশি গরমও হবে না। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। বেলা হলে সেটা কেটে যাবে। আর সেরকম আবহাওয়া আগামী কয়েকদিন চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে বেশ মনোরম আবহাওয়া থাকবে বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। জানা গিয়েছে, এদিন,  বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। সেইসঙ্গে প্রতিটি জেলার কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়বে। যার জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমে যাবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এদিকে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণের জেলাগুলি শুকনো থাকলেও ভিজবে উত্তর। সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিংয়ে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও। তবে অন্যান্য জেলা আপাতত শুষ্ক থাকবে বলেই খবর। দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে। বাকি ছ'টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না। আর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শুধুমাত্র দার্জিলিং হালকা বৃষ্টি হতে পারে। বাকি সাতটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের কোনও জেলার রাতের তাপমাত্রার হেরফের হবে না।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ড এবং ছত্তীসগঢ় অঞ্চল থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে। সেই কারণেই দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছিল জলীয় বাষ্প। তা ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। তবে সেই পরিস্থিতি বদলেছে। বর্তমানে উত্তুরে হাওয়ার দাপটে মনোরম পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)।


HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
FSSAI সম্পর্কে বিস্তারিত তথ্য | Detailed information about FSSAI
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য