West Bengal Weather | বসন্তের আবহে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে! এক ধাক্কায় শহরের তাপমাত্রা বাড়লো ৬ ডিগ্রি!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার কারণে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় হালকা বৃষ্টি, কোনও জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বসন্তের মাঝেই হু হু করে বাড়ছে তাপমাত্রা! কলকাতায় এক ধাক্কায় বাড়লো ৬ ডিগ্রি। এরই মাঝে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। প্রায় গোটা সপ্তাহ বৃষ্টিতে ভিজবে বাংলা। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ারও সতর্কতা জেরেই করলো হাওয়া অফিস। দেখে নিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)।
এক ধাক্কায় নামলো ৬ ডিগ্রি তাপমাত্রা!
এক লাফে ৬ ডিগ্রি বেড়ে গিয়েছে শহরের তাপমাত্রা। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, চলতি সপ্তাহে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ইতিমধ্যেই ৬ ডিগ্রি তাপমাত্রা লাফিয়ে বেড়ে গিয়ে কলকাতার তাপমাত্রা ৩২ ডিগ্রি ছুঁয়েছে। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় সেভাবে বড় পরিবর্তন দেখা যাবে না। তবে আগামী কয়েক দিন ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতায় মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল। তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেল পর্যন্ত তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের তুলনায় ছিল ১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৪ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।
বসন্তের মাঝে বৃষ্টির ভ্রুকুটি!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, মঙ্গলবার রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় হালকা বৃষ্টি, কোনও জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। তা ছাড়া বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
অন্যদিকে, আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা নেই বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তবে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে কিছু জেলায়। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে সপ্তাহের শেষে সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে। বাড়তে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপাত্রা।
পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাই ডেকে আনছে রাজ্যে বজ্রগর্ভ মেঘকে। বলা হচ্ছে , বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পুবালি হাওয়ার সঙ্গে মিশছে, আর তা পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শে এসে তৈরি করছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বহু জায়গায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার একের পর এক হুঁশিয়ারি। রাজ্যের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়। আগামী তিন দিনে বৃষ্টি হতে পারে এই জায়গায়। ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ায়। যার ফলে ১৩ মার্চ এবং ১৪ মার্চ জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এরপরে আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ উন্নতি হতে চলেছে ধীরে ধীরে। ভারতের উত্তর-পশ্চিম অঞ্চল জুড়ে বিরাজমান পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং রাজস্থানের বিভিন্ন অঞ্চলগুলিতে।