FIFA World কাপ 2022 : এবার থেকে বিশ্বকাপে ‘ম্যারাডোনা দিবস’ পালিত হবে, ঘোষণা করল ফিফা

Saturday, November 26 2022, 10:16 am
highlightKey Highlights

Maradona Day | ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতে, প্রতিটি বিশ্বকাপে একটি দিন দিয়েগো মারাদোনা-কে উৎসর্গ করে উদযাপন করা উচিত।


সকাল তখন সাড়ে এগারোটা। প্রচণ্ড গরম উপেক্ষা করে শত শত মানুষ কাতারের রাজধানী দোহার প্রাণকেন্দ্র বলা হয় সউক ওয়াকিফে জড়ো হয়। যিনি সমাবেশের কারণ তিনি ঠিক দুই বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি আর কেউ নন, দিয়েগো আরমান্দো ম্যারাডোনা, ফুটবলের রাজপুত্র।

Gianni Infantino (President of FIFA)
Gianni Infantino (President of FIFA)

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ হচ্ছে কাতারে এবং সেই কাপ উৎসবের মাঝখানে মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন রয়েছে। মারাদোনার মৃত্যুবার্ষিকীতে শুক্রবার দোহার ভরদুপুরে জড়ো হয়েছেন ফুটবল ভক্তরা। ভিড়ে কে ছিল না? আলেজান্দ্রো ডোমিনগুয়েজ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA ) প্রধান ক্লাউদিও তাপিয়া থেকে শুরু করে সাংবাদিকদের ঘর্মাক্ত মুখ এবং অসংখ্য অপরিচিত যাদের ডাক নাম ম্যারাডোনা।

Trending Updates
Diego Maradona and Gianni Infantino
Diego Maradona and Gianni Infantino

এখানেই শেষ নয়। বিশ্বজয়ী দুই প্রজন্মের আর্জেন্টাইনরা তাদের প্রিয় ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। '৭৮ মারিও কেম্পেস, ড্যানিয়েল বার্টোনি, ইউবাল্ডো ফিলল, জুলিও রিকার্ডো ভিলা, ওমর লারোসা। অন্যদিকে '৮৬ Jorge Burruchaga, Alberto Tarantini, Sergio Batista, Riccardo Buocchini, Oscar Ruggeri, Ricardo Guisti, Carlos Tapia এবং Hector Enrique এর মতো মুখ। এছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন জুয়ান পাবলো সোরিন, দিয়েগো সিমিওনে, জাভিয়ের জেনেটি এবং আর্জেন্টিনার সাবেক কোচ হোসে পেকারম্যান।

I would like there to be a day to celebrate Diego Armando Maradona at every World Cup in the future.

Gianni Infantino (President of FIFA)

স্মৃতিচারণ বা উদযাপন - ম্যারাডোনার এক সময়ের সতীর্থ হোর্হে ভালদানো অবশ্য তা বিভ্রান্ত করেছিলেন। স্বাভাবিকভাবেই, ভালদানো ইভেন্টে কিছুটা দেরিতে হাজির হন। তাকে চিনতে না পেরে নিরাপত্তারক্ষীরা প্রথমে খেলোয়াড়দের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেয়নি। আর দেরি না করে শার্টটা খুলে ফেলল ভালদানো। মেঝেতে অবশ্য ছিল আর্জেন্টিনার চ্যাম্পিয়ন জার্সি।

I am Italian. Inter fans. But Diego was always in our hearts. Still living today. Diego is not only the leader of Argentina but of the whole world. When the offer to honor him came, I did not think at all to make a decision. Diego will be in our hearts from now on during the World Cup.

Gianni Infantino (President of FIFA)



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File