Budget 2024 | ৫০০ কোম্পানিতে ১ কোটি যুবদের ইন্টারশিপের সুযোগ! ৫০০০ টাকা করে মিলবে মাসিক ভাতা

Tuesday, July 23 2024, 1:43 pm
Budget 2024 | ৫০০ কোম্পানিতে  ১ কোটি যুবদের ইন্টারশিপের সুযোগ! ৫০০০ টাকা করে মিলবে মাসিক ভাতা
highlightKey Highlights

বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিন যেসব গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা হয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য ইন্টার্নশিপের সুযোগ।


বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিন যেসব গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা হয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য ইন্টার্নশিপের সুযোগ। আগামী ৫ বছরে ১ কোটি যুব এই ইন্টারশিপের সুযোগ পাবে। দেশের নামকরা ৫০০ কোম্পানিতে এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন যুবরা। আর এই  ইন্টার্নশিপে ৫০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। এককালীন দেওয়া হবে ৬০০০ টাকা। ২০ লাখ যুবকে ৫ বছর ধরে স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্ডাস্ট্রি উপযোগী ১০০০ প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File