AL-Natah | সৌদি আরবে খোঁজ মিললো প্রায় ৪ হাজার বছর পুরনো শহরের! পাওয়া গিয়েছে প্রায় ৫০০ বাড়ি

Monday, November 4 2024, 3:52 am
highlightKey Highlights

শহরটি তৈরি হয়েছে যীশু খ্রীষ্টের জন্মের ২ হাজার ৪০০ বছর আগে।এই শহরে প্রায় ৫০০ জন রেসিডেন্টস থাকতেন।


সৌদি আরবে খোঁজ মিললো প্রায় ৪ হাজার বছর পুরনো শহরের! প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, সৌদি আরবের ওয়েসিসে পাওয়া এই অবশিষ্ট শহরটির নাম 'আল-নাতাহ' (AL-Natah)। এই শহরে প্রায় ৫০০ জন রেসিডেন্টস থাকতেন। শহরটি তৈরি হয়েছে যীশু খ্রীষ্টের জন্মের ২ হাজার ৪০০ বছর আগে। প্রায় ৫০০ বাড়িঘর পাওয়া গেছে এই সংরক্ষিত শহরে! প্রত্নতত্ত্ববিদদের অনুমান, কোনো জাতি বা গোষ্ঠীর আক্রমণে এই শহরটি জনশূন্য হয়নি। কারণ সৌদির উত্তর পশ্চিমাঞ্চলের আগ্নেয়শিলা দ্বারা গঠিত পর্বতমালা এই শহরটির সুরক্ষার জন্য যথেষ্ট ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File