আন্তর্জাতিক

Amazon Rainforest | বদলে যাবে মানব সভ্যতা সম্পর্কে সকল ধারণা! অ্যামাজনের গভীরে ৩ হাজার বছর পুরোনো শহরের হদিশ!

Amazon Rainforest | বদলে যাবে মানব সভ্যতা সম্পর্কে সকল ধারণা! অ্যামাজনের গভীরে ৩ হাজার বছর পুরোনো শহরের হদিশ!
Key Highlights

আমাজন অরণ্যে খোঁজ মিলল ইউরোপীয় আদলের চেয়েও আদিম, প্রায় ৩হাজার পুরনো শহর। গবেষকদের ধারণা, এই শহরে মানব অস্তিত্ত্ব ছিল প্রায় হাজার বছর পর্যন্ত।

এলডোরাডোর সমতুল্য বললে হয়তো খুব ভুল হবে না। আমাজনের বৃষ্টি অরণ্যে হদিশ মিলল প্রায় ৩ হাজার বছর পুরোনো এক শহর! ২০১৫ সালে 'এলআইডিএআর' তথা 'লিডার' সার্ভের  মাধ‌্যমে জানা গিয়েছিল এই সভ্যতার অস্তিত্ত্ব। তবে উদ্ভাবনের পর এই প্রথম প্রকাশ্যে এল সেই গোপন শহর সম্পর্কে খুঁটিনাটি তথ‌্য।

সমীক্ষাপত্রের অন‌্যতম লেখক অ‌্যান্টোয়িন ডরিসন জানিয়েছেন, শহরটি আকৃতিতে বিশাল। আমাজনের (Amazon) গভীর বৃষ্টি অরণ্যের যে অংশটি ইকুয়েডরে অবস্থিত, সেখানেই মিলেছে এর হদিশ। কৃষিভিত্তিক এই সভ্যতার ১০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ইকুয়েডরের পূর্বে, আন্দিজ পর্বতমালার পাদদেশে উপানো উপত্যাকা অঞ্চলে এই আবিষ্কার হয়েছে। এখানে মিলেছে মাটির বাড়ি, পাকা বাড়ি, কৃষিকার্যের নিদর্শন। জানা গিয়েছে,  সেকালে বাড়িতে বসানো ফায়ারপ্লেস, চিনেমাটির বয়াম, ভুট্টা থেকে তৈরি বিয়ারের পাত্র, শিল-নোড়াও পাওয়া গিয়েছে মাটি খুঁড়ে। গবেষকদের মতে, নেহাত হারিয়ে যাওয়া কোনও গ্রাম নয়, আস্ত ভূচিত্রের খোঁজ মিলেছে, যেখানে মানুষের বাস ছিল।

  উল্লেখ‌্য, ফ্রান্সের ন‌্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষকরা এই সমীক্ষা চালিয়েছিলেন। এর নেতৃত্বে ছিলেন তার অধিকর্তা, অধ‌্যাপক স্টিফেন রস্টেন। তিনি বিবিসিকে জানিয়েছেন, আমাজনে এযাবত্‍কালের মধ্যে যত প্রাচীন শহরের খোঁজ মিলেছে, তাদের থেকে সদ‌্য আবিষ্কৃত এই শহর বেশি পুরোনো। সভ‌্যতা বলতে মাথায় সবার আগে ইউরোপীয় আদলের কথা আসে। কিন্তু এই আবিষ্কার সভ‌্যতা এবং সংস্কৃতি সম্পর্কে এতদিনের চিরাচরিত ধারণায় বদল এনে দিয়েছে। গবেষক স্টিফেন রোস্তেন জানিয়েছেন, এই আবিষ্কার এল ডোরাডো’র খোঁজ পাওয়ার সমতুল্য। 

এই শহর সম্পর্কে গবেষকরা আরও জানান,ওই শহরের অধিকাংশ মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে থাকতেন। অধিকাংশ মানুষই অর্ধনগ্ন হয়ে ঘুরতেন। বাস করতেন কুঁড়েঘরে। জঙ্গল কেটে, সাফ করে অনেকেই চাষবাসও করতেন। সড়কপথে এবং ছোট ছোট খালের মাধ্যমে অন্য বড় শহরগুলির সঙ্গে এই শহরটি যুক্ত ছিল বলে দাবি বিজ্ঞানীদের। সমীক্ষার তথ‌্য অনুযায়ী এই শহরে মানব অস্তিত্ত্ব ছিল প্রায় হাজার বছর পর্যন্ত। যে এলাকায় সমীক্ষা চলেছে, তার আশেপাশে আরও পাঁচটি জনপদের অস্তিত্ত্ব ছিল বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। সড়ক পরিবহণ ছিল উন্নত মানের, সবচেয়ে দীর্ঘ সড়কপথের দৈর্ঘ‌্য ছিল অন্তত ২৫ কিলোমিটার।

গবেষকরা জানিয়েছেন, আমাজনের গহীন অরণ্যে চাপা পড়ে যাওয়া ওই সভ্যতা, কিলামোপে এবং উপানো সংস্কৃতিকে ভিত্তি করে উঠেছিল। কিছু সময় পর হুয়াপুলা সংস্কৃতি ওই সভ্যতার উপর প্রভাব বিস্তার করে। বিস্মৃত ওই সভ্যতার অংশ, ১৫টি বসতি এলাকাকেও চিহ্নিত করা গিয়েছে। বেশ কিছু টিলাও রয়েছে। খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৩০০ এবং ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে মানুষের বাস ছিল বলে দাবি গবেষকদের।

জানা গিয়েছে, ইকুয়েডরের প্রাচীন উপত্যকার একটি আগ্নেয়গিরির পিছনে গবেষণা চালাতে গিয়ে কিছু বিশেষ দিকে চোখ আটকে যায় বিজ্ঞানীদের। তাঁরা 'লিডার' প্রযুক্তির সাহায্য নেন। ত্রিমাত্রিক ছবিতে পুরনো শহরের অস্তিত্ব ধরা পড়ে।  উল্লেখ্য, আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে উপানো উপত্যকায় বিগত কয়েক দশক ধরেই গবেষণা চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। এযাবৎ সেই গবেষণায় তেমন কিছু হাতে না এলেও, সম্প্রতি প্রযুক্তির সাহায্য নিতে শুরু করেন তাঁরা। ফরাসি গবেষকদের নেতৃত্বে লেজার ম্যাপিং প্রযুক্তির সাহায্যে শুরু হয়ে তল্লাশি। আকাশপথ থেকে আলো ফেলে গবেষণা চলে একদিকে, অন্য দিকে চলে মাটি খোঁড়াখুঁড়ির কাজও। তাতেই সড়কপথে সংযুক্ত পাঁচটি শহরের খোঁজ মিলেছে।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download