Asteroid | মহাকাশে আস্ত এক গ্রহাণু আবিস্কার বছর ১৪র স্কুল পড়ুয়ার, নয়ডার কিশোর দক্ষ মালিকের দক্ষতায় মুগ্ধ নাসা
Wednesday, January 29 2025, 3:21 pm

নয়ডার কিশোর দক্ষ মালিকের আবিষ্কারে মুগ্ধ নাসা। এই গ্রহাণুর নামকরণের সুযোগও পেতে চলেছে দক্ষ।
আন্তর্জাতিক গ্রহাণু আবিষ্কার প্রকল্পে অংশ নিয়ে মহাকাশে আস্ত এক গ্রহাণু আবিস্কার করে বসলো নয়ডার বছর ১৪র কিশোর দক্ষ মালিক। সূত্রের খবর, ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে আগ্রহ ছিল দক্ষর। নাসার ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সার্চ কোলাবোরেশন’কে ইমেল পাঠানোর পরই স্কুলের অ্যাস্ট্রনমি ক্লাব থেকে মোট তিনজন সুযোগ পায় এই প্রকল্পে। গ্রহাণু নিয়ে স্টাডি করতে করতেই সে আবিষ্কার করে ফেলে ২০২৩ওজি৪০ গ্রহাণু। নাসা এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার স্বীকৃতির পর ওই গ্রহাণুর নাম দিতে পারবে দক্ষ।