Earthquake | প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের আলাস্কা, এলাকায় জারি সুনামি সতর্কতা!

Thursday, July 17 2025, 5:13 am
highlightKey Highlights

বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা। সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেখানে।


বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩। এর জেরে বহু এলাকায় সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। ভূমিকম্পের কারণে যে অঞ্চলগুলিতে সুনামি আছড়ে পড়তে পারে, সেগুলি হল = হোমার অঞ্চল (কেনাই উপদ্বীপ বরো), কোল্ড বে (শহর অঞ্চল), কোডিয়াক স্যান্ড পয়েন্ট এবং কিং কোভ (আলেউটিয়ানস পূর্ব বরো), উনালাস্কা (আলেউটিয়ান পশ্চিম আদমশুমারি অঞ্চল), ইউনিমাক দ্বীপ, স্কচ ক্যাপ অঞ্চল, চিগনিক বে অঞ্চল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File