দেশ

India’s first 3-D constellation: হাওড়ায় চালু হল 3D নক্ষত্রমণ্ডল, যা ভারতবর্ষের প্রথম

India’s first 3-D constellation: হাওড়ায় চালু হল 3D নক্ষত্রমণ্ডল, যা ভারতবর্ষের প্রথম
Key Highlights

পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। হাওড়ার শরৎ সদনে চালু হল দেশের প্রথম থ্রি-ডি তারামণ্ডল।

আজ  ২রা ডিসেম্বর ২০২২, শুক্রবার থেকেই হাওড়ার শরৎ সদনে চালু হল দেশের প্রথম ত্রিমাত্রিক (থ্রি-ডি) তারামণ্ডল। ২৫শে ডিসেম্বরের আগেই নতুন আকর্ষণ হাওড়ায়। মহাকাশের গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং সেই সম্পর্কিত তথ্যও আরও বিস্তারিতভাবে জানতে পারবেন দর্শকেরা।

বছর তিনেক আগে হাওড়া পুরনিগমের তত্ত্বাবধানে নির্মিত এই থ্রি-ডি তারামণ্ডলের নির্মাণকাজ শেষ হয়ে গেছিল। চলতি বছরের দুর্গাপুজোর আগেই রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এই তারামণ্ডলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। 

হাওড়া পুর কর্তৃপক্ষ সূত্রে খকবর, উদ্বোধনের পরে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তা চালু করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সেই প্রযুক্তিগত সমস্যা মেটানো হয়েছে। গত বৃহস্পতিবার থ্রি-ডি তারামণ্ডলের যাত্রা শুরুর দিনে একটি বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছিল এবং আজ থেকেই আমজনতার জন্য এর দরজা খুলল এই তারামণ্ডলের।

প্রসঙ্গত, এত দিন পর্যন্ত রাজ্যে একমাত্র তারামণ্ডল ছিল কলকাতার বিড়লা তারামণ্ডল। তবে তাতে দ্বিমাত্রিক অর্থাৎ 2D-show দেখা যেত। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাওড়ার এই তারামণ্ডলের প্রেক্ষাগৃহে লেজ়ার শোয়ের মাধ্যমে মহাবিশ্বের নানা গ্রহ-নক্ষত্রের খুঁটিনাটি জানা যাবে।হাওড়ার পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সৌরজগতের সঙ্গে দর্শকদের পরিচয় করাতে রবিবার বাদে প্রত্যহ মোট ৩টি শো থাকবে এই তারামণ্ডলে। বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় রবিবার ছাড়া প্রতি দিন দুপুর ৩টে, বিকেল ৪টে এবং ৫টায় মোট ৩টি শো হবে এবং প্রতিটি শো চলবে ২৫ মিনিট ধরে। 

হাওড়া তারামণ্ডল হল দেশের প্রথম থ্রি-ডি (ত্রিমাত্রিক) তারামণ্ডল। ১০০ আসন বিশিষ্ট এই তারামণ্ডলের প্রেক্ষাগৃহে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাপানি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রেক্ষাগৃহে প্রতিটি শোয়ের জন্য বড়দের টিকিটে মাথাপিছু খরচ হবে ১২০ টাকা। তবে পড়ুয়াদের জন্য টিকিটের দাম ৭০ টাকা করে। পরিচয়পত্র দেখিয়ে ওই টাকায় টিকিট সংগ্রহ করতে হবে। কোনও স্কুল কর্তৃপক্ষ তাদের ছাত্র-ছাত্রীদের একসঙ্গে নিয়ে তারামণ্ডলে এলে মাথাপিছু টিকিটের দাম ৫০ টাকা করে নেওয়া হবে। এ বার শীতে হাওড়ার বাসিন্দাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার এই থ্রি-ডি তারামণ্ডল।

হাওড়ার পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী

Kasba Rape Case | কসবা-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের! মামলা করলেন আরজিকর ধর্ষণ ও খুন-কাণ্ডে প্রথম জনস্বার্থ মামলাকারী!
Ambani-Adani | হাত মেলালেন আম্বানি-আদানি! একসাথে বেঁচবেন পেট্রোল-ডিজেল-সিএনজি, কপালে ভাঁজ Indian Oilএর
Earthquake | রবিবার সাতসকালে জোরালো ভূমিকম্পে কাঁপলো পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল, আতঙ্ক সীমান্তে
Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
Rath Yatra | রথে চাই-ই-চাই, কীভাবে রথ যাত্রার দিন পাঁপড় ও জিলিপি খাওয়ার চল শুরু হলো জানেন?
Olympic 2036 | পুরোপুরি স্থগিত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত!
Vehicles Rule | নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি! কেন এই সিদ্ধান্ত?