রাজ্য

Madhyamgram New Eco Park | বারাসাতবাসীদের জন্যে সুখবর, মধ্যমগ্রামে তৈরী হচ্ছে নিউটাউনের আদলে ইকো পার্ক!

Madhyamgram New Eco Park | বারাসাতবাসীদের জন্যে সুখবর, মধ্যমগ্রামে তৈরী হচ্ছে নিউটাউনের আদলে ইকো পার্ক!
Key Highlights

মধ্যমগ্রামের ১৭ নম্বর ওয়ার্ডে এবার তৈরি হচ্ছে নতুন ইকো পার্ক। এছাড়াও নিউটাউনের ইকো পার্কে বেশ কয়েক বছর ধরেই উপচে পরা ভিড় হয়। সেই ভিড়ও কিছুটা সামাল দেওয়ার চিন্তা থেকে এই ইকো পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যমগ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের পানিহারা এলাকায় ১০ একর জমির ওপরে ৩০ কোটি খরচে নতুন ইকো পার্ক তৈরি হচ্ছে। ওয়ার্ডের পুরপ্রধানের মতে, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিউটাউনের ইকো পার্কে উপচে পরা ভিড় সামলাতে এই নতুন পার্কের উদ্যোগ নেওয়া হয়েছে। পার্কের ভেতর বোটিংয়ের জন্যে থাকবে একটি বড়ো জলাশয়। জলাশয়ের ওপর থাকবে ব্রিজ। থাকবে যথেষ্ট বসার জায়গা এবং আলোর ব্যবস্থা। থাকবে ফুডকোর্টও। শিশু থেকে প্রবীণদের সময় কাটানোর জন্য এই আদর্শ পার্ক  খুলবে আগামী বছরেই।