Money Rescuced by KP:ফের কলকাতার পার্কস্ট্রিট থেকে উদ্ধার টাকার পাহাড়
১১ দিনের মধ্যে কলকাতা থেকে মোট উদ্ধার প্রায় দেড় কোটি নগদ টাকা!
পরপর দু'দিন, গড়িয়াহাটের পর এবার পার্ক স্ট্রিট। সপ্তাহের প্রথম দিন বিকেলে জমজমাট পার্ক স্ট্রিটের রাস্তায় হঠাৎ একটি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বিশ্বস্ত সূত্র খবর পেয়ে এদিন অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশ। সেই গাড়ির ডিকি থেকে ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। যার মধ্যে অধিকাংশই ৫০০ টাকার নোটের বান্ডিল এবং একটি ২ হাজার টাকার বান্ডিলও ছিল।
কলকাতা পুলিশ এবিষয়ে জানিয়েছে, গাড়িতে থাকা রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি, যেমন - ওই গাড়ি থেকে কী উদ্দেশে বা কোথা থেকে এই টাকা আনা হচ্ছিল । এমনকী, নগদের জন্য় কোনও বৈধ নথিও দেখাতে পারেননি। তৎক্ষণাৎ নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করে আটক করা হয়েছে রাজেশ আগরওয়াল ও গাড়িটি।
প্রসঙ্গত, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৯ই ফেব্রুয়ারি এসটিএফ ও গোয়েন্দা বিভাগ গড়িয়াহাট এলাকায় তল্লাশি চালিয়েছিল । ৯/৩ বি মুক্তি ওয়ার্ল্ডের বাইরে একটি গাড়িতে তল্লাশি করে উদ্ধার হয়েছিল নগদ ১ কোটি টাকা। তার ঠিক ১১ দিনের মাথায় ফের শহরতলীর রাস্তা থেকে বিপুল নগদ উদ্ধার হল।
- Related topics -
- কোলকাতা
- পার্কস্ট্রিট
- কলকাতা পুলিশ