Myanmar Earthquake | কয়েক সেকেন্ডের ভূমিকম্প বদলে দিয়েছে নদীর গতিপথ! মায়ানমারের ধ্বংসযজ্ঞের ছবি দিলো ISRO

Tuesday, April 1 2025, 12:53 pm
highlightKey Highlights

গত শুক্রবার মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প প্রাণ কেড়েছে প্রায় আড়াই হাজার মানুষের।


গত শুক্রবার মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প প্রাণ কেড়েছে প্রায় আড়াই হাজার মানুষের। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমারের একাধিক শহর। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ওই ভূমিকম্প বদলে দিয়েছে মায়ানমারের মানচিত্রও। পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরে মহাশূন্য থেকে ধ্বংসের সেই ভয়াবহ ছবি তুলে ধরল ইসরো। স্যাটেলাইট কার্টোস্যাট ৩ ব্যবহার করে মহাকাশ থেকে মায়ানমারের যে ধ্বংসযজ্ঞের একাধিক ছবি তুলেছে ইসরো , তাতে দেখা যাচ্ছে ভূমিকম্পের জেরে গতিপথ বদলে গিয়েছে ইরাবতী নদীর। নদীর প্লাবনভূমিতে ফাটল ধরা পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File