IndiGo Flight: মাঝ আকাশে উড়ানের মধ্যেই বমি ও মলত্যাগের অভিযোগ

Thursday, March 30 2023, 11:29 am
IndiGo Flight: মাঝ আকাশে উড়ানের মধ্যেই বমি ও মলত্যাগের অভিযোগ
highlightKey Highlights

মাঝ আকাশে IndiGo-র বিমানে এক মাতাল যাত্রীর তাণ্ডবের অভিযোগ। সব সীমা পেরিয়ে বিমানেই বমি ও মূল ত্যাগ করলেন সেই মত্ত ব্যক্তি।


বেসরকারি উড়ান সংস্থা IndiGo-র বিমানে মাঝ আকাশে মত্ত যাত্রীর তাণ্ডবের অভিযোগ উঠে এল। 6E 762 নম্বরের ওই বিমানটি গুয়াহাটি থেকে দিল্লি আসছিল। বমি করার পাশাপাশি উড়ানের মধ্যেই মলত্যাগ। গোটা ঘটনার ছবি Twitter হ্যান্ডেলে পোস্ট করছেন এক সহযাত্রী। অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ভাস্কর দেব কানোয়ার নাম এক ব্যক্তি ট্যুইট করেছেন 
ভাস্কর দেব কানোয়ার নাম এক ব্যক্তি ট্যুইট করেছেন 

বিমানের মধ্যেই যত্রতত্র বমি ও শৌচাগারের সামনে মলত্যাগ করেছেন এক মত্ত যাত্রী। স্বেতা নামের একটি মেয়ে সমস্ত নোংরা পরিষ্কার করেন। সমস্ত মেয়েরা মিলে পরিস্থিতি সামাল দিয়েছে। নারী শক্তিকে স্যালুট।

ভাস্কর দেব কানোয়ার 

বিমানসংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝ আকাশে IndiGo-র ওই বিমানটি থাকাকালীন উড়ানের মধ্যেই মাতলামি শুরু করেন এক যাত্রী। এরপর বিমানের শৌচাগারের সামনে বমি করতে করতেই সেখানে মলত্যাগ করে ফেলেন ওই ব্যক্তি। যা শেষ পর্যন্ত পরিষ্কার করতে হয় বিমান সেবিকাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File