আবহাওয়া

Weather | হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে! বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকদিন বৃষ্টিতে ভিজবে বঙ্গ!

Weather | হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে! বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকদিন বৃষ্টিতে ভিজবে বঙ্গ!
Key Highlights

বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে ঘূর্ণাবর্ত-সহ নিম্নচাপ। এর ফলেই গোটা পশ্চিমবঙ্গ-সহ ভারতের অনেকাংশে আবহাওয়ার বদল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির ভালো দাপট।

একেই পশ্চিমবঙ্গে (West Bengal) দেরিতে ঢুকেছে বর্ষা। তারওপর উত্তরবঙ্গে ভালো মতো বর্ষণ হলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন আগে পর্যন্ত সেভাবে দেখা মিলছিলোনা ঝড়-বৃষ্টির। ফলে এতদিন ঘাটতি ছিল বর্ষার। তবে এবার পূরণ হতে চলেছে বঙ্গে বৃষ্টির ঘাটতি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থ ২৮শে জুলাই, শুক্রবার বিকেলের পর আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata) সহ, কাটোয়া (Katwa), দুর্গাপুর (Durgapur), কৃষ্ণনগর (Krishnanagar), তারকেশ্বর (Tarakeswar), শ্রীরামপুর (Srirampur), বসিরহাট (Basirhat), হাওড়া (Howrah), বালী (Bali), দমদম (Dumdum), ক্যানিং (Canning), ডায়মন্ড হারবার (Diamond Harbor), মেদিনীপুর (Medinipur), খড়গপুর (Kharagpur), বাগনান (Bagnan), আমতা (Amta), উলুবেড়িয়া (Uluberia), তমলুক (Tamluk), কাঁথি (Kanthi), হলদিয়া (Haldia), দিঘা (Digha), সাগরদ্বীপে (Sagardwip) বজ্রপাত-সহ বৃষ্টি হবে বলে খবর। এই আবহে আজ এবং আগামী দু'দিন দক্ষিণের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা।

জানা গিয়েছে, এদিন সারাদিনই কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। গোটা দিনই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও জলীয় বাষ্পের কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে কলকাতায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।

অন্যদিকে, এদিন বাংলার দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার (Alipurduar), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহারেও (Cooch Behar) ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সঙ্গে এই সব জেলায় বজ্রপাতেরও সম্ভবনা আছে। পাশাপাশি,  মালদা (Malda), উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে বলাই চলে এদিন উত্তরের সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আগামীকালও উত্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরশু থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে খবর। তবে আপাতত পরশু থেকে আগামী কয়েকদিনের জন্য উত্তরের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ। যা ওড়িশার (Odisha) ও ছত্রিশগড় (Chhatrisgarh) সংলগ্ন এলাকার দিকে ক্রমশ এগোতে থাকবে।এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া, মৌসুমী অক্ষরেখা বিকানের-কোটা হয়ে দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপের জেরেই শনিবার থেকেই আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন (Mausam Bhavan) সূত্রে খবর, বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ বলয়। ইতিমধ্যে তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হতে পারে।

অন্যদিকে, গুজরাতের কচ্ছ (Kutch, Gujarat) সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশের বিদর্ভ-ছত্তীশগড় (Vidarbha-Chhattisgarh) সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত। ফলে বিহার (Bihar), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), তামিলনাড়ু (Tamil Nadu) এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Island) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু আগামী কয়েক দিনের মধ্যে উত্তর দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে আগামী দিনে পূর্ব ও মধ্য ভারতের চারপাশে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।


World Asthma Day | অ্যাজমা বা হাঁপানি হলে কি সারাজীবন নিয়ে যেতে হবে ইনহেলার? সুস্থ্য থাকতে কী কী করবেন? জানুন হাঁপানি রোগ সম্পর্কে খুঁটিনাটি!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
আজকের সেরা খবর | কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাড়ছে উদ্বেগ! কোভিডের সব টিকা পর্যালোচনা করার আর্জি!
FSSAI সম্পর্কে বিস্তারিত তথ্য | Detailed information about FSSAI
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla