Nabanna Abhijan | নবান্ন অভিযানের ডাক 'তিলোত্তমা'র মা-বাবার, 'জনজীবন ব্যাহত' হওয়ার আশঙ্কায় হাইকোর্টে দায়ের মামলা!

আগামী ৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন 'তিলোত্তমা'র মা ও বাবা। তবে সেই অভিযানে বাধা দিতে এবার ডিভিশন বেঞ্চে দায়ের হলো মামলা।
আগামী ৯ই আগস্ট আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের এক বছর হতে যায়। কিন্তু এখনও 'বিচার' পায়নি নির্যাতিতার পরিবার। তাই আগামী ৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন 'তিলোত্তমা'র মা ও বাবা। তবে সেই অভিযানে বাধা দিতে এবার ডিভিশন বেঞ্চে দায়ের হলো মামলা। নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাওড়ার এক বাসিন্দা জনস্বার্থ মামলা দায়ের করেছেন বলে খবর। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।