7th Pay Commission: বছরের শুরুতেই কেন্দ্রীয় কর্মচারীদের কি মাইনে বাড়বে?
নতুন বছরের আগেই কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে? যত সময় যাচ্ছে, জল্পনা ততই বাড়ছে।।
দীপাবলির উৎসবের মরসুমের আগে খুশির জোয়ার এসেছিল কর্মচারী মহলে। হাত ভরে উঠেছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। উৎসবের মরসুমের আগেই চলতি মরসুমের দ্বিতীয় কিস্তি অনুযায়ী ডিএ(DA) বৃদ্ধি পেয়েছিল সরকারি কর্মচারীদের। পাশাপাশি, প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) এবং নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (NPLB ) এই দুই বোনাসও পেয়েছেন সরকারি কর্মচারীরা। উৎসব মিটেছে। বছর শেষ হতে আর মাত্র দেড় মাস। কিন্তু খুশির পরব যেন থামছেই না কর্মচারী মহলে। বছর শেষ হতে আর মাত্র দেড় মাস। তারপরেই বাড়তে পারে মাইনে। সম্প্রতি এমনই জল্পনা শুরু হয়েছে।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই হাউস রেন্ট অ্যালোওয়েন্স (HRA ) বৃদ্ধি হতে পারে।
কর্মচারীদের জন্য ইতিমধ্যেই ডিয়ারনেস এলাউন্স (DA), হোম রেন্ট এলাউন্স (HRA ) এবং ট্রাভেল এলাউন্স (TA) বৃদ্ধি করা হয়েছে। এবার সপ্তম পে কমিশনের (7th Pay Commission) সুপারিশ অনুযায়ী নতুন বছরেই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতনও। অ্যালোওয়েন্স, বেতনের অঙ্কে একটি বড় মাত্রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- দেশ
- কেন্দ্রীয় সরকার
- অর্থনীতি