Earthquake | ৬.৯ মাত্রার ভূমিকম্পন! আফটারশক অনুভূত হয় ৫.৩ মাত্রার! জারি সুনামির সতর্কবার্তা!

ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড।
দিন কয়েক আগেই ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। মৃত্যু হয় প্রায় ৩ হাজারের। এবার ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৯। এর কিছুক্ষণ পরই ৫.৩ মাত্রার আফটারশকও অনুভূত হয়। এরপর জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তাও। ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ১ থেকে ৩ মিটার অবধি জলোচ্ছ্বাস হতে পারে। পার্শ্ববর্তী সোলোমন আইল্যান্ডেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূমিকম্প
- সুনামি
- প্রাকৃতিক দুর্যোগ