Nokia Announced New Logo 2023: MWC ২০২৩-র মঞ্চে নতুন লোগোর কথা ঘোষণা Nokia -র সিইও-র

Tuesday, February 28 2023, 6:22 am
highlightKey Highlights

৬০ বছরের নস্টালজিয়ায় পড়ল দাড়ি। আইকনিক লোগো বদলে ফেলল নোকিয়া। MWS মঞ্চে নয়া লোগোর ঘোষণা ফিনল্যান্ডের সংস্থা নোকিয়ার।


৬০ বছরের পরম্পরা এবার বদলে ফেলল নোকিয়া। নব্বই দশক বা ওই সময়কার যে কোনও মানুষেরই বোধহয় আজও কানে বাজে নোকিয়ার সেই আইকনিক টিউন। তার সঙ্গে মোবাইল অন করতেই মিলে যাওয়া দুই হাত। যার উপরে লেখা থাকত 'কানেক্টিং পিপল'। স্মার্টফোনের আবির্ভাবের আগে নকিয়া কার্যত মোবাইল জগতে রাজত্ব করেছিল। কিন্তু অ্যান্ড্রয়েড এসে নকিয়ার কাছ থেকে সেই রাজত্ব ছিনিয়ে নেয়। উইন্ডোজ ফোন এনেও বাজারে টিকে থাকতে পারেনি প্রতিষ্ঠানটি।

Nokia keypad mobile
Nokia keypad mobile

নোকিয়ার চিফ এগজিকিউটিভ পেক্কা লান্ডমার্ক জানিয়েছেন, এখন নোকিয়া একটি বিজনেস টেকনোলজি সংস্থা। এটি একটি তিন-পর্যায়ের পরিকল্পনা তৈরি করেছিলেন - রিসেট, ত্বরণ এবং স্কেল। পরিকল্পনার প্রথম অংশ শেষ হওয়ার সাথে সাথে, নোকিয়া এখন ত্বরান্বিত করার দিকে মনোনিবেশ করবে এবং কৌশল পরিবর্তনের সংকেত দিতে ৬০ বছরে প্রথমবারের মতো তার লোগো পরিবর্তন করছে। বার্সেলোনায় বসেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আসর। আগামী 2 মার্চ পর্যন্ত চলবে সেই প্রযুক্তি প্রদর্শনী।

Trending Updates

We are updating our strategy, and, as a key enabler, we are also refreshing our brand to reflect who we are today: a B2B technology innovation leader pioneering the future where networks meet cloud.

Pekka Lundmark, the President and CEO of Nokia
Nokia new logo
Nokia new logo

বর্তমানে নোকিয়া  টেলিকম ইকুইপমেন্ট ব্যবসা বাড়ানোর পাশাপাশি, নোকিয়া অন্যান্য ব্যবসায় গিয়ার বিক্রির দিকে মনোনিবেশ করতে যাচ্ছে। এর মধ্যে স্বয়ংক্রিয় কারখানার জন্য ব্যক্তিগত 5G নেটওয়ার্ক এবং সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে, যা কোম্পানিটিকে মাইক্রোসফ্ট এবং অ্যামাজনের প্রতিযোগী হিসাবে অবস্থান করবে।

Pekka Ilmari Lundmarkb (a Finnish business executive, and the President and CEO of Nokia. Previously, he was CEO of Fortum, a Finnish state-owned energy company, from 2015 to July 2020)
Pekka Ilmari Lundmarkb (a Finnish business executive, and the President and CEO of Nokia. Previously, he was CEO of Fortum, a Finnish state-owned energy company, from 2015 to July 2020)

In most people’s minds, we are still a successful mobile phone brand, but this is not what Nokia is about. We want to launch a new brand that is focusing very much on networks and industrial digitalization, which is a completely different thing from legacy mobile phones.

Pekka Lundmark, the President and CEO of Nokia
Nokia new logo
Nokia new logo

লুন্ডমার্ক আরও উল্লেখ করেছেন যে নোকিয়া অন্যান্য ক্ষেত্রেও উন্নয়ন এবং ক্রমবর্ধমান বিবেচনা করছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, খুব শিগগিরই ইউরোপেও সেই বাজার ধরে ফেলবে বলেই আশাবাদী ফিনল্যান্ডের এই সংস্থাটি।

Nokia new logo
Nokia new logo



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File