Gaza-Parle G | ৫ টাকার পার্লে-জি বিস্কুট বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়! ভাইরাল যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়াবহ ভিডিও!
Friday, June 6 2025, 11:19 am
Key Highlightsযুদ্ধবিধ্বস্ত গাজায় ৫ টাকার পার্লে জি বিস্কুট বিকোচ্ছে প্রায় ২৪ ইউরোয়! ভারতীয় মূল্যে যা ২৪০০ টাকার কাছাকাছি।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ৫ টাকার পার্লে জি বিস্কুট বিকোচ্ছে প্রায় ২৪ ইউরোয়! ভারতীয় মূল্যে যা ২৪০০ টাকার কাছাকাছি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে গাজার এক বাসিন্দা জানান, তিনি তাঁর ছোট্ট মেয়ের জন্য কিছু খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন এবং অবশেষে ২৪ ইউরো খরচ করে এক প্যাকেট পার্লে জি বিস্কুট সংগ্রহ করেছেন। কেবল বিস্কুটই নয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুর দামই আকাশ ছোঁয়া। গাজায় ভারতীয় মূল্যে ১ কেজি চিনি প্রায় ৪ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- গাজা
- যুদ্ধ
- খাদ্য
- ভাইরাল

