Maternal Death । ৫ প্রসূতিকে খাওয়ানো হলো ‘বিষাক্ত’ স্যালাইন? মেদিনীপুরে মৃত্যু ১ তরুণী মায়ের

Friday, January 10 2025, 3:02 pm
Maternal Death । ৫ প্রসূতিকে খাওয়ানো হলো ‘বিষাক্ত’ স্যালাইন? মেদিনীপুরে মৃত্যু ১ তরুণী মায়ের
highlightKey Highlights

‘বিষাক্ত’ স্যালাইন প্রয়োগের কারণেই মৃত্যু হয়েছে তরুণী মায়ের? আরও চারজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীমৃত্যু ঘিরে ফের প্রশ্ন উঠেছে।


শুক্রবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বছর ২১ বয়সি মামনি রুই দাসের মৃত্যু হয়। তাঁর সাথে থাকা আরও চার প্রসূতি আইসিইউ এ ভর্তি। খোঁজখবর করতে জানা যায় তাঁদের পাঁচজনকে একই স্যালাইন খেতে দেওয়া হয়েছিল। রোগীর পরিবারের অভিযোগ, ওই স্যালাইন বিষাক্ত ছিল। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে। দ্রুত ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্যালাইন বিষাক্ত কিনা পরীক্ষার জন্যে আগামিকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে সেখানে যাচ্ছেন ১৩ সদস্যের এক তদন্তকারী দলও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট