Nabanna Abhijan | নবান্ন অভিযান নিয়ে দায়ের ৫টি FIR! রয়েছে পুলিশকে মারধরের মত অভিযোগ!

Monday, August 11 2025, 11:18 am
highlightKey Highlights

একটি রাজনৈতিক দল ও তাদের নেতা, সমর্থকদের বিরুদ্ধে মোট পাঁচটি FIR দায়ের হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।


আরজিকর ধর্ষণ খুন কান্ডের এক বছর পারকে সামনে রেখে ৯ অগস্ট নবান্ন অভিযান ঘিরে তুমুল অশান্তি হয় কলকাতা ও হাওড়ায়। পুলিশের বিরুদ্ধেও ওঠে লাঠিচার্জের অভিযোগ। এই আবহে ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল ও তাদের নেতা, সমর্থকদের বিরুদ্ধে মোট পাঁচটি FIR দায়ের হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। যার মধ্যে চারটি নিউ মার্কেট থানায়, একটি হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে। এই মামলাগুলির মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবলকে মারধর, সাংবাদিকের ক্যামেরা নষ্ট ও তাকে আটকে রাখার মত অভিযোগও!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File