Train Derailed | লাইনচ্যুত পুদুচেরিগামী ট্রেনের ৫টি বগি! চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন ৫০০ যাত্রী

Tuesday, January 14 2025, 9:22 am
Train Derailed | লাইনচ্যুত পুদুচেরিগামী ট্রেনের ৫টি বগি! চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন ৫০০ যাত্রী
highlightKey Highlights

মঙ্গলবার সকালে ভিলুপুরম রেলস্টেশনের কাছে পুদুচেরিগামী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।


ফের লাইনচ্যুত ট্রেন! তবে কোনও প্রাণহানি হয়নি, অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় ৫০০ যাত্রী। মঙ্গলবার সকালে ভিলুপুরম রেলস্টেশনের কাছে পুদুচেরিগামী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। যদিও লোকো পাইলট বা চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দেরি না করে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। এরপর নিকটবর্তী স্টেশনে দুর্ঘটনার খবর দেন তিনি। রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের ট্রেন থেকে নিরাপদ স্থানে নিয়ে যান। দুর্ঘটনায় কারোর মৃত্যু বা আহত হওয়ার ঘটনা না ঘটলেও আতঙ্কিত যাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File