HIV | গত ১৫ মাসে HIV পজিটিভ ৪৭৭ জন! তালিকায় রয়েছে ৮জন শিশুও! উদ্বেগ ছড়িয়েছে উত্তরাখণ্ডে!
Thursday, April 10 2025, 8:24 am

উত্তরাখণ্ডের হলদওয়ানির ডক্টর সুশীলা তিওয়ারি সরকারি হাসপাতালে গত ১৫ মাসে ৪৭৭ জনের রক্তে HIV পজিটিভ মিলেছে।
গত ১৫ মাসে HIV পজিটিভ ৪৭৭ জনের রক্ত! চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরাখণ্ডে! জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হলদওয়ানির ডক্টর সুশীলা তিওয়ারি সরকারি হাসপাতালে গত ১৫ মাসে ৪৭৭ জনের রক্তে HIV পজিটিভ মিলেছে। হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির নোডাল অফিসার বৈভব কুমার জানান, ওই HIV আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ। তবে আটজন শিশুও রয়েছে। তিনি বলনে, প্রতিদিন কমপক্ষে তিনজন HIVতে আক্রান্ত হয়ে আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুরুষরা মাদক নেওয়ার সময়ে যে সিরিঞ্জ ব্যবহার করছেন তা থেকে HIV ছড়াচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- এইচআইভি