UNESCO | নিজের মাতৃভাষায় পড়াশোনা করেন না বিশ্বের ৪০% মানুষ! বলছে ইউনেস্কোর রিপোর্ট
Sunday, March 2 2025, 5:19 pm
Key Highlightsইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং (GEM) দলের প্রতিবেদন থেকে জানা গিয়েছে বিশ্বব্যাপী ৪০ শতাংশ মানুষ এমন একটি ভাষায় শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন না যা তাঁরা সাবলীলভাবে বোঝেন ও কথা বলেন।
মাইগ্রেশনের কারণে সারা বিশ্বে ভাষাগত বৈচিত্র্য বাড়ছে। বহুভাষিক ক্লাসরুমগুলো আরও সহজলভ্য হচ্ছে। এর জেরে বিশ্বব্যাপী ৪০ শতাংশ মানুষ যে ভাষা সাবলীলভাবে বোঝেন ও কথা বলেন সেই ভাষায় শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন না। "Languages Matter: Global Guidance on Multilingual Education" শিরোনামের প্রতিবেদনে ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং (GEM) দল জানিয়েছে, শিক্ষকদের মাতৃভাষায় দক্ষতার অভাব,শিক্ষাসামগ্রীর অপর্যাপ্ততা ইত্যাদি কারণে শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছেন। বঞ্চিতদের তালিকায় রয়েছে ৩১ মিলিয়নেরও বেশি স্থানান্তরিত তরুণ শিক্ষার্থীরা।
- Related topics -
- ইউনেস্কো
- ভাষা
- শিক্ষার্থী
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষামূলক

