দেশ

Election Commission | বাতিল হতে চলেছে ৩৪৫টি রাজনৈতিক দল! বিধানসভা ভোটের আগেই বড়ো ঘোষণা নির্বাচন কমিশনের

Election Commission | বাতিল হতে চলেছে ৩৪৫টি রাজনৈতিক দল! বিধানসভা ভোটের আগেই বড়ো ঘোষণা নির্বাচন কমিশনের
Key Highlights

বার নির্বাচন কমিশন বাদ দিতে চলেছে ৩৪৫টি রাজনৈতিক দলকে। কমিশন সূত্রে খবর, এই দলগুলি গত ছ’বছর, অর্থাৎ ২০১৯ সাল থেকে একটি নির্বাচনেও অংশগ্রহণ করেনি।

সামনেই বিধানসভা নির্বাচন। তাঁর আগেই নতুন ঘোষণা করলো নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার কমিশনের লিস্ট থেকে বাদ পড়তে চলেছে ৩৪৫টি রাজনৈতিক দল। কমিশন জানিয়েছে বর্তমানে ECIতে রেজিস্টার্ড ২,৮০০র বেশি RUPPs (Registered Unrecognised Political Parties) এর মধ্যে ৩৪৫টি RUPP টিকে থাকার জন্য আবশ্যকীয় শর্তগুলি পূরণ করেনি। ২০১৯ সাল থেকে একটি নির্বাচনেও অংশগ্রহণ করেনি এই দলগুলি। দেশব্যাপী অভিযান চালিয়ে এই দলগুলি বাছাই করেছে কমিশন। তবে বাতিলের আগে সংশ্লিষ্ট CEOদের মাধ্যমে শুনানির সুযোগ দেওয়া হবে।