উৎসব ২০২৪

Durga Puja Carnival 2024 | দুর্গাপুজো কার্নিভালে আমন্ত্রিত ২৮ হাজার, অংশগ্রহণ করবে ৯০টি পুজো

Durga Puja Carnival 2024 | দুর্গাপুজো কার্নিভালে আমন্ত্রিত ২৮ হাজার, অংশগ্রহণ করবে ৯০টি পুজো
Key Highlights

এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভ্যালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে। পাশাপাশি কার্নিভালের জন্য ২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে।

আগামীকাল রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল ২০২৪ আয়োজিত হতে চলেছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভ্যালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে। পাশাপাশি কার্নিভালের জন্য ২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে। এবছর জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা। নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির বিশেষ অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শুরু হবে কার্নিভাল।