Kerala Wayanad । ওয়েনাড়েতে মৃতের সংখ্যা ২৭৬! একসঙ্গে ৮৬ হাজার বর্গ মিটার এলাকায় নামে ধস! ISRO-র দেওয়া ছবিতে বাড়ছে চিন্তা

Thursday, August 1 2024, 11:29 am
highlightKey Highlights

কেরলের ওয়েনাড়েতে ভূমিধসের জেরে এখনও পর্যন্ত ২৭৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এরই মধ্যে আরও চিন্তার চিত্র তুলে ধরলো ইসরো।


কেরলের ওয়েনাড়েতে ভূমিধসের জেরে এখনও পর্যন্ত ২৭৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এরই মধ্যে আরও চিন্তার চিত্র তুলে ধরলো ইসরো। বৃহস্পতিবার উপগ্রহ চিত্রে তোলা দুর্যোগের আগে এবং পরের হাই রেজোলিউশন ছবিতে দেখা গিয়েছে, একসঙ্গে প্রায় ৮৬ হাজার বর্গমিটার এলাকায় ধস নেমেছিল। মাটি, রাস্তা, ঘর-বাড়ি জলস্রোতে ভেসে যায় প্রায় ৮ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৫০ মিটার উচ্চতায় একই এলাকায় আগেও ধস নেমেছে। ওয়ানাড়েতে যত এলাকা একসঙ্গে ভূমিধসে বিপর্যস্ত হয়েছে, তা ৫টি রাষ্ট্রপতি ভবনের সমান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File