দেশ

MP Rape Case: ধর্ষণের অভিযোগে পুলিশের নিষ্ক্রিয়তার দরুণ মহিলা নিজেই গায়ে আগুন দিলেন

MP Rape Case: ধর্ষণের অভিযোগে পুলিশের নিষ্ক্রিয়তার দরুণ মহিলা নিজেই গায়ে আগুন দিলেন
Key Highlights

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ-সহ একাধিক অভিযোগ নিয়ে বারবার থানার দ্বারস্থ হয়েও সুরাহা না মেলায় থানায় দাঁড়িয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক তরুণী।

সম্প্রতি ব্রিজ বাহাদুর নামে রেভিনিউ দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ-সহ একাধিক অভিযোগ জানিয়েছিলেন বছর ছাব্বিশের ওই তরুণী। এ বিষয়ে গত ১২ই অগস্ট আমলাই থানায় এফআইআর দায়ের করতে আসেন সেই তরুণী। তবে থানার তরফে তাঁর সেই অভিযোগ নিতে আপত্তি জানানো হয়। এর পরেও একাধিক বার থানায় এসেছেন তিনি। তবে কাজ হয়নি।

শেষপর্যন্ত উপায় না দেখে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান তিনি। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন থেকে সেই অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসে পুলিশ। তারপরেই গত গত ২রা সেপ্টেম্বর থানায় ডেকে পাঠানো হয় সেই তরুণীকে।থানা চত্বরে দাঁড়িয়েই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। শীঘ্র তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছে তাঁর। বর্তমানে জব্বলপুরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

এই মর্মান্তিক ঘটনার পরে অভিযুক্ত ব্রিজ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ বেশ কয়েকটি ধারায় মামলাও রুজু করা হয়েছে। তবে সুবিচারের আশায় যেভাবে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণ, তা-ও আবার খোদ থানা চত্বরে দাঁড়িয়ে, সে নিয়ে বেশ হইচই শুরু হয়েছে গোটা মধ্যপ্রদেশ জুড়ে।

একে বিচারব্যবস্থার প্রহসন বলেও নিন্দা করেছেন কেউ কেউ। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমলাই থানার স্টেশন ইন চার্জ মহম্মদ সমীর ও সাব ইনস্পেক্টর সাবিত্রী সিংকে আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই পুরোদমে তদন্ত শুরু হয়েছে।


Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar