দেশ

MP Rape Case: ধর্ষণের অভিযোগে পুলিশের নিষ্ক্রিয়তার দরুণ মহিলা নিজেই গায়ে আগুন দিলেন

MP Rape Case: ধর্ষণের অভিযোগে পুলিশের নিষ্ক্রিয়তার দরুণ মহিলা নিজেই গায়ে আগুন দিলেন
Key Highlights

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ-সহ একাধিক অভিযোগ নিয়ে বারবার থানার দ্বারস্থ হয়েও সুরাহা না মেলায় থানায় দাঁড়িয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক তরুণী।

সম্প্রতি ব্রিজ বাহাদুর নামে রেভিনিউ দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ-সহ একাধিক অভিযোগ জানিয়েছিলেন বছর ছাব্বিশের ওই তরুণী। এ বিষয়ে গত ১২ই অগস্ট আমলাই থানায় এফআইআর দায়ের করতে আসেন সেই তরুণী। তবে থানার তরফে তাঁর সেই অভিযোগ নিতে আপত্তি জানানো হয়। এর পরেও একাধিক বার থানায় এসেছেন তিনি। তবে কাজ হয়নি।

শেষপর্যন্ত উপায় না দেখে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান তিনি। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন থেকে সেই অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসে পুলিশ। তারপরেই গত গত ২রা সেপ্টেম্বর থানায় ডেকে পাঠানো হয় সেই তরুণীকে।থানা চত্বরে দাঁড়িয়েই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। শীঘ্র তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছে তাঁর। বর্তমানে জব্বলপুরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

এই মর্মান্তিক ঘটনার পরে অভিযুক্ত ব্রিজ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ বেশ কয়েকটি ধারায় মামলাও রুজু করা হয়েছে। তবে সুবিচারের আশায় যেভাবে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণ, তা-ও আবার খোদ থানা চত্বরে দাঁড়িয়ে, সে নিয়ে বেশ হইচই শুরু হয়েছে গোটা মধ্যপ্রদেশ জুড়ে।

একে বিচারব্যবস্থার প্রহসন বলেও নিন্দা করেছেন কেউ কেউ। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমলাই থানার স্টেশন ইন চার্জ মহম্মদ সমীর ও সাব ইনস্পেক্টর সাবিত্রী সিংকে আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই পুরোদমে তদন্ত শুরু হয়েছে।


IndiGo | বিপাকে ইন্ডিগো! পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনকে ৯৪৪ কোটি জরিমানা আয়কর দফতরের!
Paschim Medinipur | চার বছরের শিশুকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে ধৃত তান্ত্রিক
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]