২১শে জুলাই

‘গরিবের প্রধানমন্ত্রী চাই’, একুশের মঞ্চ থেকে চব্বিশের সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

‘গরিবের প্রধানমন্ত্রী চাই’, একুশের মঞ্চ থেকে চব্বিশের সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Key Highlights

ভার্চুয়াল দুনিয়া ছেড়ে দু'বছর একুশে জুলাইয়ের সভা ধর্মতলায় ফেরার দিনে ২০২৪ সালের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠান থেকে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন তাঁর আসল লক্ষ্য ২০২৪ সাল, তা আজ স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। 

আজ ২১শে জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ ছিল। করোনাকালের ২ বছর পেরিয়ে ফের প্রকাশ্যে শহিদ স্মরণ তৃণমূলের। তাই স্বভাবতই এবারের ২১শে জুলাইকে ঘিরে বাড়তি উৎসাহ উন্মাদনা তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে ছিল। ২১ জুলাইকে ঘিরে বাড়তি নজর দেওয়া হয়েছিল নিরাপত্তার দিকেও। দিন কয়েক আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি। মূলত সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার নিরাপত্তায় আরও বেশি করে নজর দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।

একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বললেন জেনে নেওয়া যাক

শহিদ সমাবেশে মুখ্যমন্ত্রী বললেন, "বিজেপিকে বলুন, আমাদের গরিবের প্রধানমন্ত্রী চাই, বিত্তবানদের প্রধানমন্ত্রী চাই না। ২০২৪ সালে মানুষে একুশ মানেই ২০২৪ সালে বিজেপিকে ঠেকানোর আশা। ২০২৪ সালের বিজেপির কারাগার ভেঙে ফেলুন।"

তিনি আরও বললেন, "আমি চাই, ভারতে একটাই রাজনৈতিক দল থাকুক - সাংস্কৃতিক তৃণমূল কংগ্রেস। ভারতে একটাই রাজনৈতিক দল থাকুক, যে দল আদর্শবাদী, সম্প্রীতি বজায় রাখে।"

  • 'ভারতে একটাই আদর্শবাদী দল থাকবে, সেটা তৃণমূল কংগ্রেস’
  • ‘তৃণমূলকে পরিচ্ছন্ন দল হিসেবে গড়ে তুলতে চাই’
  • ‘২০২৪ সালে প্রতিটি আসনে জিততে হবে’, বললেন তৃণমূল সুপ্রিমো'
  • '২০২৪-তে একক BJP সংখ্যাগরিষ্ঠতা পাবে না'
  • 'চাইলে রাষ্ট্রপতি নির্বাচনে BJP-র ভোট নিতে পারতাম'
  • 'নেত্রীর থেকেও দল বড়’
  • 'দেশের জন্য আমরা আছি’, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।