শহর কলকাতা

East West Metro Kolkata | ৬ই মার্চ প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হাওড়া মেট্রোর! কবে চালু যাত্রী পরিষেবা? জানুন এই রুটের মেট্রো ভাড়া কত?

East West Metro Kolkata | ৬ই মার্চ প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হাওড়া মেট্রোর! কবে চালু যাত্রী পরিষেবা? জানুন এই রুটের মেট্রো ভাড়া কত?
Key Highlights

৬ই মার্চ গঙ্গার নীচ দিয়ে গড়াবে মেট্রোর চাকা। হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান! আগামী বুধবার অর্থাৎ ৬ই মার্চ উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান (Howrah Maidan) এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। শনিবার এ কথা সংবাদ সংস্থা পিটিআই-কে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশে এই প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর চাকা গড়াবে কলকাতায়। ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) এর এই অংশের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। কবে চালু হবে জাতীয় পরিষেবা?


হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবার উদ্বোধন!
 আগামী ৬ মার্চ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রকল্প উদ্বোধন করার কথা। কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News) অনুযায়ী, আগামী বুধবার সকালে এসপ্ল‌্যানেড মেট্রো স্টেশনে আসতে পারেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উদ্বোধনের অনুষ্ঠান হতে পারে। তবে গঙ্গার তলা দিয়ে প্রধানমন্ত্রী মেট্রোসফর করবেন কিনা তা এখনও চুড়ান্ত নয়। শুধু গঙ্গার তলা দিয়ে ছোটা বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো নয়। গোটা দেশে একাধিক রাজ্যের মেট্রো প্রকল্পের উদ্বোধন হবে। তবে গোটা দেশের নজর কলকাতার দিকেই। কারণ এটাই দেশের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা বা রুট। 
হাওড়া ময়দান মেট্রো (Howrah Maidan Metro) স্টেশন দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন। এই স্টেশনে ওঠানামা করতে গেলে ২০০টি সিঁড়ি ভেঙে ওঠা নামা হতে হবে। তবে রয়েছে চলমান সিঁড়ি। মেট্রোর তরফে জানানো হয়েছে, ট্রেন যখন গঙ্গার তলা দিয়ে যাবে সেই সময় সুড়ঙ্গে নীল আলো জ্বলবে। থাকবে একটা মিউজিকও। যাতে যাত্রীদের মধ্যে গঙ্গার তলা দিয়ে যাওয়ার একটা আলাদারকম অনুভূতি হয়।  


হাওড়া - এসপ্ল্যানেড রুটে কবে চালু হবে যাত্রী পরিষেবা?
৬ই মার্চ ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) এর হাওড়া - এসপ্ল্যানেড অংশে মেট্রো পরিষেবার উদ্বোধন হলেও গঙ্গার তলা দিয়ে যাওয়া মেট্রোরুটে যাত্রী পরিষেবা কবে থেকে তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী উদ্বোধন হলেও এই লাইনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কিছু কাজ এখনও বাকি রয়েছে। ফলে সেগুলো শেষ করার পরই পরিষেবা শুরু হবে।
প্রসঙ্গত, ওইদিনই অর্থাৎ ৬ই মার্চ উদ্বোধন হওয়ার কথা নিউ গড়িয়া-বিমানবন্দর প্রকল্পের কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবারও। পাশাপাশি জোকা-তারাতলা রুটের সম্প্রসারণ হবে মাঝেরহাট পর্যন্ত। তবে সবকটি রুট উদ্বোধন হলেও যাত্রীরা কবে থেকে মেট্রোয় চড়তে পারবেন, সে বিষয়ে মেট্রোর তরফে এখনও কিছু জানানো হয়নি। মেট্রো কর্তাদের একাংশের বক্তব্য, যেহেতু লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে খুব বেশি দেরি নেই, তাই দ্রুত সব প্রকল্পগুলো উদ্বোধন করে ফেলা হচ্ছে। তবে যাত্রী পরিষেবা শুরু হতেও বেশি দেরি হবে না।


এদিকে নয়া রুটের ভাড়ার তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News)। জানা গিয়েছে, সর্বনিম্ন ভাড়া হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে হাওড়া পর্যন্ত পাঁচ টাকা। এসপ্ল‌্যানেড পর্যন্ত ২০ টাকা। হাওড়া থেকে উত্তরে দক্ষিণেশ্বর এবং দক্ষিণে কবি সুভাষ ৩০ টাকা ভাড়া। আর রুবি পর্যন্ত ভাড়া হচ্ছে ৫০ টাকা। উদ্বোধনের দিন হাওড়া ময়দান মেট্রো (Howrah Maidan Metro) স্টেশন এবং এসপ্ল‌্যানেডে দুই প্রান্তে দুটি ট্রেন থাকবে।


উল্লেক্ষ্য, দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। সেই মহানগরীর মুকুটেই আবার নতুন পালক জুড়তে চলেছে। দেশে প্রথম কোনও শহরে নদীর তলা দিয়ে যাবে মেট্রো রেল। চারটি স্টেশন— হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন। সব মিলিয়ে ৪.৮ কিলোমিটার। গঙ্গার নীচে ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগবে ৪৬ সেকেন্ড। সম্প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে মেট্রোর সুড়ঙ্গ দু'টি। সেখানে রয়েছে নদী খাতের পলিমাটির মধ্যে। অর্থাৎ যাত্রীদের মাথার উপর দিয়ে গঙ্গা বইবে। সেই নীল আলোর সঙ্গে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল। জলস্তরের ৩৫ মিটার নীচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।


S Jaishankar | 'সন্ত্রাসবাদ কখনই দুই দেশের সম্পর্ক মজবুত করে না'! পাকিস্তানে গিয়ে বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
Karan Johar-Reliance | করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউস কিনে নেবে রিলায়েন্স? চলছে কথাবার্তা
Medicine Price Hike | একধাক্কায় ৫০ শতাংশ বৃদ্ধি পেল নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম
Droho Carnival | চিকিৎসকদের 'দ্রোহ কার্নিভাল' ঘিরে অশান্তির সম্ভাবনা, ৭টি জায়গায় ১৬৩ ধারা জারি করে জমায়েত নিষিদ্ধ করলো পুলিশ
6G | বিশ্বের সমস্ত 6G পেটেন্টের ১০ শতাংশ থাকবে ভারতের হাতে, প্রতিযোগিতায় ভারত
Vijaya Dashami | বিজয়া দশমীতে উমা ফিরবেন কৈলাশে, কেন দেবীপক্ষের দশম দিনটিকে দশমী বা বিজয়া দশমী কেন বলা হয় জানেন?
Oscar Bruzon | ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্বে অস্কার ব্রুজ়ো, ১৯ অক্টোবরের ISL ডার্বিতে ব্রুজ়োকেই দেখা যাবে ইস্টবেঙ্গলের ডাগ আউটে