Kanchanjunga Express | ক্ষতিগ্রস্ত বগি বাদ দিয়ে যাত্রী-সহ শিয়ালদার উদ্দেশে রওনা দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের! বাতিল ১৯টি ট্রেন!

Tuesday, June 18 2024, 7:08 am
highlightKey Highlights

নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি জায়গাতে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয় একটি মালগাড়ি। যার ফলে ক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটির ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে যাত্রী সহ শিয়ালদার উদ্দেশে রওনা দিয়েছে। তবে এখনও দুর্ঘটনাগ্রস্ত লাইন ফের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে কিছুটা সময় যে লাগবে। সে কারণে বেশ বাতিল করা হয়েছে প্রায় ১৯টি ট্রেন।


সপ্তাহের শুরুতেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি জায়গাতে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে (Kanchanjunga Express) ধাক্কা দেয় একটি মালগাড়ি। যার ফলে এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত  মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের(এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত) । আহত হয়েছেন প্রায় ৩০ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটির ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে যাত্রী সহ শিয়ালদার উদ্দেশে রওনা দিয়েছে। তবে এখনও দুর্ঘটনাগ্রস্ত লাইন ফের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে বেশ কিছুটা সময় যে লাগবে। আর সে কারণে বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় ১৯টি ট্রেন। 

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৯টি ট্রেন বাতিল করা হয়।বাতিল ট্রেনের তালিকা : 

Trending Updates

১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস

২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস

১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস

০১৬৬৬ আগরতলা-রানি কমলাপাতি স্পেশাল ট্রেন

১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

০৬১০৫ নাগেরকোল জং-ডিব্রুগড় স্পেশাল

২০৫০৬ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত

১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস

১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস

১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস

২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত

১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস

১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস

১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস

১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামব্রম এক্সপ্রেস

১৩১৪৮ বামণহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস

যেসব ট্রেনের গতিপথ বদল করা হয়েছে :

১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশাল

২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে।

১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস

২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস

১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস

০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশাল ঘুরিয়ে দেওয়া হবে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওযা হয়েছে।

সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে বন্দে ভারত এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে। তার গতিপথ বদল করে গন্তব্যে পৌঁছনো হয়। 

একাধিক ট্রেন বাতিল করে দেওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, যাত্রীদুর্ভোগের কথা মাথায় রেখে শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে কলকাতার উদ্দেশে অতিরিক্ত বাস চালানো হবে। সোমবার বিকেল থেকে তা শুরু হবে। 

উল্লেখ্য, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ, গুরুতর জখমদের ২.৫ লাখ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 'হিম্যান এরর'-এর কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। সিগন্যাল দেখে থামার কথা ছিল। কিন্তু, মালগাড়ির লোকো পাইলট তা না দেখেই এগিয়ে যান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File