Local Train Cancel | বাতিল ১৮৬টি লোকাল ট্রেন! হাওড়া কর্ড এবং মেন লাইনে কবে কবে লোকাল ট্রান বাতিল থাকবে?
Tuesday, November 5 2024, 8:08 am
Key Highlightsমসাগ্রামে রেলের কাজ চলার জন্য আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হাওড়া কর্ড এবং মেন লাইনে ১৮৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
ফের রেল যাত্রীদের ভোগান্তি। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ই বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, মসাগ্রামে রেলের কাজ চলার জন্য আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হাওড়া কর্ড এবং মেন লাইনে ১৮৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল লোকাল ট্রেনের তালিকায় রয়েছে, হাওড়া বর্ধমান লোকাল (কর্ড লাইন), হাওড়া বর্ধমান লোকাল (মেন লাইন), ব্যান্ডেল বর্ধমান শাখার বিভিন্ন ট্রেন। ১৮৬টি লোকাল ট্রেন বাতিল থাকায় রেল যাত্রীরা অসুবিধার সম্মুখীন হবেন বলেই আশঙ্কা।
- Related topics -
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড
- ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- ট্রেন

