আন্তর্জাতিক

South Korea Plane Crash | ১৮১ জনের মধ্যে ১৭৯ জনেরই মৃত্যু! কীভাবে হল দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনা?

South Korea Plane Crash | ১৮১ জনের মধ্যে ১৭৯ জনেরই মৃত্যু! কীভাবে হল দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনা?
Key Highlights

ওই বিমানে ছিলেন মোট ১৮১ জন যাত্রী সহ ক্রু সদস্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭৯ জন! জানা গিয়েছে, থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট ২২১৬ বিমানটি। ওই বিমানে ছিলেন মোট ১৮১ জন যাত্রী সহ ক্রু সদস্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণ করার সময় হঠাৎ রানওয়ে থেকে পিছলে গিয়ে মুখ থুবড়ে পড়ে বিমানটি। প্রাথমিক তদন্তে অনুমান, অবতরণের মুহূর্তে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের, যার জেরে ল্য়ান্ডিং গিয়ারে কোনও সমস্যা হয়। চাকা না খোলাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।