OTT App Banned । অশ্লীল কন্টেন্টের জের, ভারতে নিষিদ্ধ হলো ১৪টি ওটিটি অ্যাপ

Sunday, December 22 2024, 2:46 pm
highlightKey Highlights

অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগ। ১৪টি ওটিটি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র।


অশ্লীল কন্টেন্ট তৈরী এবং দেখানোর অভিযোগে ভারতে বেশ কয়েকটি ওটিটি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। বুধবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী লোকসভায় ঘোষণা করেন, ২০২১ সালে আইন প্রণয়ন করে ভারতে পর্নোগ্রাফি প্রদর্শনের ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করেছিল সরকার। তবে তা মানছিল না কিছু প্লাটফর্ম। ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনকে ভিত্তি করে ১৮টি ওটিটি অ্যাপকে ব্যান করলো কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে ট্রি ফ্লিকস, প্রাইম প্লে, ব়্যাবিটের মতো অ্যাপেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File