আন্তর্জাতিক

Russia Attack in Ukraine | রাতভর জেলেনস্কির দেশে ১৩৩টি রুশ ড্রোনের হামলা! ইউক্রেনে ৩টি মিসাইলও ছুঁড়লো রাশিয়া!

Russia Attack in Ukraine | রাতভর জেলেনস্কির দেশে ১৩৩টি রুশ ড্রোনের হামলা! ইউক্রেনে ৩টি মিসাইলও ছুঁড়লো রাশিয়া!
Key Highlights

মঙ্গলবার রাতভর জেলেনস্কির দেশে হানা দেয় ১৩৩টি রুশ ড্রোন। আছড়ে পড়ে ৩টি মিসাইলও।

সৌদি আরবের জেদ্দার বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইউক্রেন। কিন্তু তার আগে গত সোমবারই রাশিয়ায় একাধিক ড্রোন হামলা চালায় জেলেনস্কির সেনা। এবার সেই হামলার প্রতিশোধ নিতে আক্রমণ করলো রাশিয়াও। মঙ্গলবার রাতভর জেলেনস্কির দেশে হানা দেয় ১৩৩টি রুশ ড্রোন। আছড়ে পড়ে ৩টি মিসাইলও। বুধবার ইউক্রেনের সেনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গতকাল সারারাত ধরে রাশিয়া ১৩৩টি ড্রোন দিয়ে হামলা চালায়। শুধু তাই নয়, ৩টি ক্ষেপণাস্ত্রও ছোড়ে। তবে মস্কোর এই হামলা প্রতিরোধ করা গিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।