Madhya Pradesh | ৪ মিনিটে ৫২ বার সরি, প্রিন্সিপালের 'হুমকি' পেয়ে স্কুলের চারতলা থেকে ঝাঁপ ১৩ বছরের পড়ুয়ার!

Sunday, November 30 2025, 4:22 pm
Madhya Pradesh | ৪ মিনিটে ৫২ বার সরি, প্রিন্সিপালের 'হুমকি' পেয়ে স্কুলের চারতলা থেকে ঝাঁপ ১৩ বছরের পড়ুয়ার!
highlightKey Highlights

শুক্রবার মধ্য প্রদেশের রতলামের দোঙ্গরে নগরে একটি বেসরকারি স্কুলের চতুর্থ তলা থেকে ঝাঁপ দেয় জাতীয় স্তরে স্কেটিং প্লেয়ার, বছর ১৩র এক ছাত্র।


শুক্রবার মধ্য প্রদেশের রতলামের দোঙ্গরে নগরে একটি বেসরকারি স্কুলের চতুর্থ তলা থেকে ঝাঁপ দেয় জাতীয় স্তরে স্কেটিং প্লেয়ার, বছর ১৩র এক ছাত্র। অভিযোগ, স্কুলে লুকিয়ে ফোন এনে ক্লাসে ভিডিও করার জন্য স্কুলের প্রিন্সিপাল তাঁকে তাঁর স্কেটিং কেরিয়ার শেষ করে দেওয়া, সাসপেন্ড করে দেওয়া এবং সমস্ত মেডেল কেড়ে নেওয়ার 'হুমকি' দিয়েছিলেন। ওই কথা শুনে ভয় পেয়েই কিশোর ঝাঁপ দেয়। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রিন্সিপালকে ৪ মিনিটে ৫২ বার সরি বলেছিল কিশোর। বর্তমানে কিশোরের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File