দেশ

Mahakumbh 2025 | মহাকুম্ভে তৃতীয় অমৃতস্নানের জন্য ১.২৫ কোটি মানুষের ভিড়! ‘ওয়ার রুম’ থেকে সব নজর করলেন যোগী

Mahakumbh 2025 | মহাকুম্ভে তৃতীয় অমৃতস্নানের জন্য ১.২৫ কোটি মানুষের ভিড়! ‘ওয়ার রুম’ থেকে সব নজর করলেন যোগী
Key Highlights

এদিন বেলা ১২ টা পর্যন্ত প্রয়াগরাজে কুম্ভমেলায় ভিড় ছিল ১.২৫ কোটি মানুষের।

ফের যাতে পদপিষ্ঠের মতো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে সেজন্য তৃতীয় অমৃতস্নানের দিন বিশেষ ব্যবস্থা নিলো যোগী সরকার। আজ, বসন্ত পঞ্চমীর দিন ছিল মহাকুম্ভে তৃতীয় অমৃতস্নানের দিন। তথ্য বলছে, এদিন বেলা ১২ টা পর্যন্ত প্রয়াগরাজে কুম্ভমেলায় ভিড় ছিল ১.২৫ কোটি মানুষের। এতো ভিড়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য এদিন ভোর রাত ৩.৩০ মিনিট থেকেই কুম্ভমেলার পরিস্থিতি লখনউর ‘ওয়ার রুম’ থেকে লাইভ দেখেন যোগী আদিত্যনাথ সহ SSP, DIG সহ একাধিক তাবড় কর্তারা। পাশাপাশি কুম্ভমেলা জুড়ে এদিন নিরাপত্তাও ছিল কঠোর।