Mumbai | বন্যাকবলিত মুম্বই! মৃত্যু ১২ জনের! বন্ধ স্কুল-কলেজ, ব্যাহত যান-রেল-বিমান পরিষেবা!

Tuesday, August 19 2025, 12:49 pm
Mumbai | বন্যাকবলিত মুম্বই! মৃত্যু ১২ জনের! বন্ধ স্কুল-কলেজ, ব্যাহত যান-রেল-বিমান পরিষেবা!
highlightKey Highlights

ফের বন্যাকবলিত মুম্বই। গত ২দিন ধরে লাগাতার বর্ষণের কারণে জলের তলায় চলে গিয়েছে বহু রাস্তা।


ফের বন্যাকবলিত মুম্বই। গত ২দিন ধরে লাগাতার বর্ষণের কারণে জলের তলায় চলে গিয়েছে বহু রাস্তা। ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল ও কলেজে। সমুদ্রসৈকতে সাধারণ মানুষের গতিবিধি নিষিদ্ধ হয়েছে। যানবাহনের পাশাপাশি ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। খারাপ আবহাওয়ার জেরে অন্তত ১৪টি বিমান মুম্বই বিমানবন্দরে নামতে পারেনি। রিপোর্ট বলছে, বাণিজ্যনগরীতে বন্যাকবলিত পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। তবে এখনই বিপদ কাটছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টাতেও ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File